10. ফোল্ডার তৈরি করার নিয়ম, ফোল্ডার সাজানোর নিয়ম



Folder/Directory তৈরি করার নিয়মঃ 

১। Desktop থেকে My Computer Icon এ Double Click করতে হবে। এতে My Computer Dialogue Box Open হবে।

২। যে Hard Disk এ Folder তৈরি করতে চাই সেটিতে Double Click করতে হবে।

৩। Hard Disk Dialog Box এর ফাঁকা যায়গায় Mouse Pointer নিয়ে Mouse এর ডান দিকের (Right) Button চাঁপতে হবে। এতে একটি List (তালিকা) আসবে।

৪। List থেকে New তে Click করতে হবে। এতে আরেকটি List আসবে।

৫। সেই List থেকে Folder এ Click করতে হবে। এতে Hard Disk Dialog Box এ New Folder নামে একটি Folder তৈরি হবে।

৬। এখন New Folder লেখাটি মুছে যে নামে Folder তৈরি করতে চাই তা Type করতে হবে।

৭। সর্বশেষে নতুন Folder টির বাহিরে Mouse Pointer নিয়ে Click করতে হবে। এতে আমাদের দেয়া নামে Folder তৈরি হবে।




Folder List কে নামের ওপর ভিত্তি করে সাজানোর নিয়মঃ


১। Folder/Hard Disk Dialog Box এর ফাঁকা যায়গায় Mouse Pointer রেখে Mouse এর ডানদিকের Button এ Click করতে হবে। এতে একটি List আসবে।

২। List থেকে Arrange Icon এ Click করতে হবে। এতে আরেকটি List আসবে।

৩। সেই List থেকে By Name এ Click করতে হবে। এতে Folder/Hard Disk Dialog Box এর সকল Folder এবং File নামের ভিত্তি করে সাজানো অবস্থায় আসবে।