কোনো প্রোগ্রাম চালু ও বন্ধ করার নিয়মঃ 


Windows XP 


১। Start Button এ Click করতে হবে। এতে একটি মেনু আসবে।
২। মেনু থেকে Programs এ Click করতে হবে। এতে আরেকটি মেনু আসবে।
৩। যে প্রোগ্রামটি চালু করতে চাই সেই প্রোগ্রামটি যদি কোনো প্রোগ্রাম গ্রুপের মধ্যে থাকে তবে সেই প্রোগ্রাম গ্রুপে Click করতে হবে।
৪। প্রোগ্রামের নামের আইকনের ওপর Click করতে হবে। আর যদি কোনো প্রোগ্রাম গ্রুপে না থেকে Program এর ভিতরে থাকে তবে সেই প্রোগ্রামের নামের আইকনে Click করতে হবে। তাহলেই প্রোগ্রামটি চালু হবে। 



কোনো প্রোগ্রাম থেকে বের হওয়ার নিয়মঃ 


পদ্ধতি -০১

১। মেনু থেকে "File" এ Click করতে হবে। 
২। "Exit" এ Click করতে হবে। 


পদ্ধতি -০২


১। "Alt + F" চাঁপতে হবে। 
২। "X" চাঁপতে হবে।