কম্পিউটার চালু করার পদ্ধতি/নিয়মঃ 

১। প্রধান বৈদ্যুতিক (Main Power) সুইচ অন (ON) করতে হবে।
২। UPS/Stabilizer এর Power সুইচ অন করতে হবে।
৩। যে সকল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় অর্থাৎ কম্পিউটারের Power Supply Unit টি যদি ATX Power Supply হয় তবে সেগুলোর ক্ষেত্রে Monitor এর Power সুইচ (ON) অন করতে হবে। যেমন- IBM Computer এর ক্ষেত্রে।
৪। CPU এর Power সুইচ অন (ON) করতে হবে।


কম্পিউটার বন্ধ (Shut Down) করার নিয়মঃ

Windows XP


পদ্ধতি -০১

১। Start Button এ Click করতে হবে। এতে একটি মেনু আসবে।
২। মেনু থেকে Shut Down এ Click করতে হবে। এতে Shut Down Windows Dialog Box আসবে।
৩। Dialog Box থেকে ‍Shut Down The Computer / Shut Down Radio Button Select করতে হবে।
৪। Yes/OK তে Click করতে হবে। কিছুক্ষণ পর Monitor এ It's now safe to turn of your Computer লেখাটি আসবে। তবে যে সকল কম্পিউটারের CPU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় সে ক্ষেত্রে লেখাটি না ও আসতে পারে।
৫। CPU এর Power সুইচ বন্ধ করতে হবে। তবে যে সকল কম্পিউটারের CPU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় সেক্ষেত্রে CPU এর Power সুইচ বন্ধ না করে Monitor এর Power সুইচ বন্ধ করতে হবে।
৬। UPS এর Power সুইচ বন্ধ করতে হবে।
৭। প্রধান বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে হবে।


পদ্ধতি -০২

১। Keyboard থেকে Microsoft Key Button চাঁপতে হবে। এতে একটি মেনু আসবে।
২। U চাঁপতে হবে। এতে Shut Down Windows Dialog Box টি আসবে।
৩। S চাঁপতে হবে।
৪। Yes/OK তে Click করতে হবে। কিছুক্ষণ পর Monitor এ It's now safe to turn of your Computer    লেখাটি আসবে। তবে যে সকল কম্পিউটারের CPU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় সে ক্ষেত্রে লেখাটি না ও আসতে পারে। 
৫। CPU এর Power সুইচ বন্ধ করতে হবে। তবে যে সকল কম্পিউটারের CPU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় সেক্ষেত্রে CPU এর Power সুইচ বন্ধ না করে Monitor এর Power সুইচ বন্ধ করতে হবে। 
৬। UPS এর Power সুইচ বন্ধ করতে হবে। 
৭। প্রধান বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে হবে। 


পদ্ধতি -০৩

১। "Ctrl + Esc" চাঁপতে হবে। এতে একটি মেনু আসবে। 
২। "U" চাঁপতে হবে। এতে "Shut Down Windows" Dialog Box টি আসবে। 
৩। "S" চাঁপতে হবে।
৪। "Yes/OK" তে Click করতে হবে। কিছুক্ষণ পর Monitor এ "It's now safe to turn of your Computer" লেখাটি আসবে। তবে যে সকল কম্পিউটারের CPU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় সে ক্ষেত্রে লেখাটি না ও আসতে পারে। 
৫। CPU এর Power সুইচ বন্ধ করতে হবে। তবে যে সকল কম্পিউটারের CPU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় সেক্ষেত্রে CPU এর Power সুইচ বন্ধ না করে Monitor এর Power সুইচ বন্ধ করতে হবে। 
৬। UPS এর Power সুইচ বন্ধ করতে হবে। 
৭। প্রধান বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে হবে।